Header Ads Widget

Responsive Advertisement

অবশেষে বিচার হলো আবরার ফাহাদ হত্যা মামলার

top news


 অধীর অপেক্ষার পরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণা। 

রায়ে সন্তুষ্ট আবরার ফাহাদ এর পরিবার। তবে আবরার ফাহাদ এর মা রোকেয়া খাতুন কিছুটা মত বিরোধ পোষন করেন। তিনি মনে করেন আবরার ফাহাদ হত্যা মামলার মূল আসামি অমিত সাহা। তাকে কেন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো কেন  মৃত্যুদন্ড দেওয়া হইনি তাই তিনি আবরার ফাহাদ হত্যা কান্ডের মূল আসামি  অমিত সাহার বিরুদ্ধে  মৃত্যুদণ্ড দাবিতে  আপিল করা হবে। কারন আবরার ফাহাদ হত্যাকাণ্ডে সিসি ক্যামেরায় একাধিক বার অমিত সাহা কে দেখা গেছে। আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষনার পড়ে নিজ বাড়িতে এসব কথা বলে সেসময় কান্নায় ভেঙ্গে পড়ে আবরার ফাহাদ এর মা রোকেয়া খাতুন। 

অমিত সাহা ছিলেন বুয়েট ছাত্রলীগের আইন বিষয়ক উপসম্পাদক পদে।আবরার ফাহাদ হত্যা মামলা ঘটনার পর ছাত্রলীগ নেতাকর্মীরা বহিষ্কার করেন  তাকে। 

২০১৯সালের ৫ইঅক্টোবর শেরে বাংলা হলের গেস্ট রুমে 

মূল আসামিরা সবাই মিলে কিভাবে আবরার ফাহাদ কে হত্যা করবে সভার মাধ্যমে  তা সিদ্ধান্ত নেয়।আবরার ফাহাদ বুয়েটের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।  ৬তারিখ রাতে তাকে অত্যন্ত নিকৃষ্ট ভাবে পিটিয়ে হত্যা করা হয়। এবং তাকে খুবই পাবশিক ভাবে নির্যাতন করে যা আবরার ফাহাদ এর শরিরে অসহনীয় হয়ে উঠে ফলে এক সময় তাদেরকে হাসপাতালে নেওয়ার বিনীত অনুরোধ করেছিলেন কিন্তু  তারা এতটাই পাষাণ যে চোখের সামনে নিরীহ নিরপরাধ একজন মানুষকে হত্যা করে। জামায়াত ও হেফাজত শিবির এর কর্মী সন্দেহে।  মূল হত্যা মামলায় ২৫জন আসামিদের মধ্যে ২০জনের মৃত্যুদণ্ড ও ৫জনের যাবজ্জীবন কারাদণ্ড। 



অতএব মৃত্যুদণ্ড আসামিরা হলেন, মেহেদী হাসান রাসেল, মো.অনিক সরকার, মেহেদী হাসান রবিন, ইফতি মোশাররফ সকাল, মো.মনিরুজ্জামান মনির, মো.মেফতাহুল ইসলাম জিয়ন,মো.মাজেদুর রহমান মাজেদ, মো.মোজাহিদুর রহমান, খন্দকার তাবাককারুল ইসলাম তানভীর, হোসাইন মুহাম্মদ তোহা,মো.বিল্লাহ,এ এস এম নাজমুস সাদাত, মোর্শেদ অসর্ব্য ইসলাম, মুনতাসীর আল জেমি,মো.শামসুল আরিফিন রাফাত,মো. মিজানুর রহমান, এস এম মাহমুদ সেতু, মোর্শেদুজ্জামান জিসান,এহতেশামুল রাব্বি তামিম, ও মুস্তবা রাফিদ। এবং এদের মধ্যে আরো তিন আসামি পলাতক।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন, অমিত সাহা, মুহতাসিম ফুয়াদ হোসেন, মুয়াজ আবু হুরায়রা, মো. আকাশ হোসেন, ইশতিয়াক আহমেদ মুন্ন। 

ট্রাইবুনাল ১এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান বুধবার চাঞ্চল্যকর আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণা করেন।  এ রায়ে আবরার ফাহাদ এর পরিবার খুশী হলেও আসামিদের স্বজনের চোখে জল।

আবরার ফাহাদ হত্যার রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্টিত হয়েছে বলে মনে করেন দেশের সাধারণ জনগণ। দেশব্যাপী এ রায়ের সন্তুষ্টি প্রকাশ করেছেন।এবং উচ্চ আদালতে ও যেন আসামিদের রায় বহাল  থাকে সেই আশাই করছি।








































Post a Comment

0 Comments