Header Ads Widget

Responsive Advertisement

উত্তর কোরিয়াতে হাসি মুখে থাকলে জেলে যেতে হবে top news

top news

top news



 কিম জং-উন তিনি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। তার বাবা কিম জং ইলের মৃত্যুর পর তিনি ২৮ডিসেম্বর ২০১১তে নিজেকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ প্রধান নেতা হিসেবে ঘোষণা করেন। 

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন এর জন্ম ৮জানুয়ারি ১৯৮৪ সালে। কিম জং-উনের বাবা কিম জং ইলের ও মা কো ইয়ং হীর তৃতীয় ও সর্বকনিষ্ঠ পুএ।

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন বর্তমানে ওয়ার্কার্স পার্টির প্রথম সম্পাদক, কেন্দ্রীয় সামরিক সংস্থার সভাপতি, জাতীয় প্রতিরক্ষা সংস্থার সভাপতি, কোরিয়ান পিপলস আর্মির সর্বোচ্চ অধিনায়ক ও কোরিয়ান ওয়ার্কার্স পার্টির সভাপতি মন্ডলীয় নিয়ন্ত্রণ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। 

কিম জং-উন এর সাহস দেশ প্রেম ও দেশের প্রতি ভালোবাসা, সম্মান দিয়ে জায়গা করে নিয়েছে ইতিহাস এর পাতায়। কিম জং-উন আমেরিকা, ইসরায়েল এর মতো সন্ত্রাসীদের সুস্পষ্ট জবাব ও দমনে প্রতিটি পদক্ষেপ থাকবে ইঙ্গিত পূর্ণ।

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন এর কড়া আইনের নির্দেশ ও আদেশ অমান্য করার শাস্তির কথা প্রায়শই শোনা যায়। কিম জং-উন এবার ১১দিনের কড়া আইনের নির্দেশ দিয়েছেন। এবার উত্তর কোরিয়ার গোটা দেশ জুড়ে হাসি নিষিদ্ধ করলেন তিনি। 

জি নিউজের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ১৭ ডিসেম্বর উত্তর কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কিম জং-উনের বাবা উত্তর কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম জং ইলের ১০তম মৃত্যুবার্ষিকী ।এবং উত্তর কোরিয়াবাসীর কাছে  দিনটি কে বিশেষ ভাবে সম্মান জানানো হয়।  এবার অভিনব পথ বেছে নিয়েছেন পিংয় ইয়ং। কিম জং ইলের ১০তম মৃত্যুবার্ষিকীতে ১১ দিনের জন্য  জন্য  দেশ জুড়ে হাসি নিষিদ্ধ করেছেন  উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন এর প্রশাসন। কিম জং-উন আরো নির্দেশ দিয়েছেন যেমন, বাজার করা, মদ খাওয়াও নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে সব ধরনের বিনোদন মূলক কার্যকলাপ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

 উত্তর কোরিয়া দেশটি আগামী ১১ দিন কিম জং-উনের বাবা কিম জং ইলের মৃত্যু শোক পালন  করবে। তাই ওই সময়ে কোনো শেষকৃত্য ও করা যাবে না। এমনকি কারো জন্মদিন ও পালন করা যাবে না। 

প্রশাসনের পক্ষ থেকে এসব নির্দেশ সংবলিত আদেশে বলা হয়েছে এবং ১১দিন এসব নিয়ম যাতে কেউ না ভাঙ্গে তাই দেশটির বাসিন্দাদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে জানিয়েছেন  কিম জং-উনের প্রশাশন।

উত্তর কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট এর নানা কর্মকাণ্ড প্রদর্শনীর মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরবেন বর্তমান প্রেসিডেন্ট কিম জং-উন। এর আগে জিন্স পরা, স্টাইল করে চুল কাটা কিংবা কান ফোটানো, এসব অনেক আগেই নিষিদ্ধ করেছেন  উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন।।।।














































Post a Comment

1 Comments