আগামী ১লা জানুয়ারী থেকে ঢাকা আন্তজার্তিক বানিজ্য মেলা শুরু হচ্ছে top news

top news


top news


সবকিছু ঠিকঠাক থাকলে আসছে আগামী ১লা জানুয়ারী থেকে ঢাকা আন্তজার্তিক বানিজ্য মেলা শুরু হচ্ছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল এর বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ  এক্সিবিশন সেন্টারে বিবিসিএফইসি ২০২২ সালের বাণিজ্য মেলা হবে। ১লা জানুয়ারী থেকে বাণিজ্য মেলা শুরু হবার অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এবারের মেলায় চলাচলের সুবিধার্থে কুড়িল ফ্লাইওভার থেকে মেলা প্রাঙ্গণে ৩০টি বাস চলবে। আর অতি শীঘ্রই পূর্বাচলের রাস্তা সংস্কার করে চলাচলের জন্য উপযোগী করা হবে। 

দেশে গত ২বছর যাবত করোনা ভাইরাসের সংক্রমণে বাণিজ্যমেলা হয়নি। এবছর করোনা ভাইরাসের পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় রাজধানীর পূর্বাচলে স্থাপিত বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা  আয়োজনের প্রস্তুতি নিতে গত ১৩ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের ইপিবিকে চিঠি পাঠানো হলে ১লা জানুয়ারীতে মেলা আয়োজন এর অনুমতি দেন প্রধানমন্ত্রী 

এক্সিবিশন সেন্টার প্রকল্প পরিচালক রেজাউল করিম বলেন বাণিজ্য মেলার কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং অক্টোবরে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। এখন মেলা প্রাঙ্গণ প্রস্তুত মেলার অন্যান্য কাজ করবে ইপিবি লেআউট। 

এবার মেলা প্রাঙ্গণে  যাওয়ার কোনো অসুবিধা হবে না।নিরাপদ যাতায়াতের জন্য বাণিজ্য মেলাকে কেন্দ্র করে কুড়িল ফ্লাইওভার থেকে মেলা কেন্দ্র পর্যন্ত বি আর টিসি বাস চলাচল করবে।ইপিবি মাসব্যাপী বিআরটিসির বাস চলাচলের জন্য চিঠি দিয়েছেন। এবং বাস ভারায় যাতে ঝামেলা না হয় তাই এসব বাসের জন্য ন্যূনতম ভাড়া করা হবে। দর্শনার্থীরা এতে সহজেই মেলা কেন্দ্রে কুড়িল ফ্লাইওভারের নিচ থেকে যেতে পারবেন। 

ইপিবির কর্মকর্তারা জানিয়েছেন ১লা জানুয়ারি থেকে মাসব্যাপী বাণিজ্য মেলায়  বিআরটিসির ৩০টি বাস কুড়িল ফ্লাইওভারের নিচ থেকে বাণিজ্যমেলার কেন্দ্র পর্যন্ত চলাচলের জন্য তাদের কে অনুরোধ করা হয়েছে। ন্যূনতম একটি ভাড়ার মাধ্যমেই এসব বাসে  চলাচল করতে হবে তবে ফ্রি সার্ভিস এসব বাসে দেওয়া হবে না। 

বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে যাওয়ার পথে সড়কে যেন কোনো রকম দুর্দশা না হয় সে জন্য বাণিজ্য মেলায় চলাচলের রাস্তাঘাট অতি দ্রুত নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। এবছরের ডিসেম্বরের মধ্যেই পূর্বাচলের জন্য উপযোগী করা হবে। পূর্বাচলের রাস্তার কাজের দায়িত্বে থাকা প্রকল্প পরিচালক বাণিজ্য সচিবের সঙ্গে বৈঠক করেছেন।সভায় উপস্থিত ছিলেন রাজউকের চেয়ারম্যান ও  ঊধর্বতন ইঞ্জিনিয়ার ও ইপিবির কর্মকর্তারা এবং সভার মাধ্যমে জানানো হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে ডিসেম্বরের মধ্যে ১০ কিলোমিটার রাস্তা চলাচলের জন্য উপযোগী থাকবে। রাস্তায় দুই লেন করে দুই পাশে চার লেন গাড়ি চলাচল করতে পারবে। কোনো কোনো দিক দিয়ে হয়তো বেশি ও থাকতে পারে।  ইতিমধ্যে এখনই অনেক জায়গায় চলাচল করা যাচ্ছে  প্রধান সড়ক দিয়ে। প্রধানমন্ত্রী সরাসরি বাণিজ্য মেলা কেন্দ্রে যাওয়ার জন্য এই সড়ক সংস্কারের সর্বাত্নক প্রচেষ্টার কথা বলা হয়েছে। 

এবারের বাণিজ্য মেলায় প্রায় ৩০০  স্টল থাকবে ভিতরে ও বাইরে সবদিক মিলে এসব স্টল। তবে মেলা কেন্দ্রের ভিতরে থাকা জায়গার মধ্যে অধিকাংশই মানুষের চলাচলের জন্য ফাঁকা রাখার ব্যবস্থা করা হবে এবং কেন্দ্রের বাইরে ডানপাশে স্টল বসলেও আরেক দিকে সৌন্দর্যের জন্য ফাঁকা রাখার ব্যবস্থা করা হয়েছে। আন্তর্জাতিক মেলা গুলোর মতো বাণিজ্য মেলা কেন্দ্রের ভিতরে সেল স্ক্রীন দিয়ে ছোট ছোট স্টল সীমানা দেওয়া হবে। 

প্রতিষ্ঠানগুলো তাদের মন মতো ভিতরে প্রয়োজন অনুযায়ী ডেকোরেশন করবে। ইপিবির কর্মকর্তারা জানায় এখন পর্যন্ত মেলা কেন্দ্রের লে আউটে কারেকশন করা হয়েছে। কেন্দ্রের ভিতরে সবমিলিয়ে ৩০৯টির উপরে স্টল আছে এবং  ভিতরে ও বাইরে মিলে আড়াইশ থেকে ৩০০ স্টল ও থাকবে।

বানিজ্য মেলায় থাকবে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা। নতুন মেলা কেন্দ্রে বৃহৎ পরিসরে গাড়ি পার্কিংয়ের জন্য কেন্দ্রের পাশেই রাজউকের পানির প্লান্ট ভাড়া নেওয়া হয়েছে এবং সেখানে প্রায় ১০০০হাজার গাড়ি পার্কিং হবে। 


















































































Post a Comment

0 Comments