Header Ads Widget

Responsive Advertisement

বাংলাদেশ নারী ফুটবলার ভারতকে ১-০ গোলে হারিয়েছে।


senews706

বাংলাদেশ নারী ফুটবলার ভারতকে ১-০ গোলে হারিয়েছে। এবং অভিনন্দন জানাই বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবল দল। 

সাফ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে আনাই মোগিনির একমাত্র গোলে ভারতকে হারিয়েছে আমাদের বাংলাদেশ চ্যাম্পিয়ন  অনূর্ধ্ব ১৯ নারী ফুটবল দল। বুধবার ২২ ডিসেম্বর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারতকে বাংলার চ্যাম্পিয়নরা ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে মেয়েরা। 

ফাইনাল খেলার বিরতির প্রথমার্ধে  গোলশূন্য থেকেই দুইদল বিরতিতে যায়। মারিয়া মান্দরা একের পর এক আক্রমণেও গোলের দেখা পাচ্ছিল না। কিন্তু দ্বিতীয়ার্ধে লাল সবুজের  সেই কাঙ্খিত গোলের দেখা পেয়ে যায় বাংলার মেয়েরা। এবং একমাত্র গোলটি আসে বাংলাদেশের  আনাই মোগিনির পা থেকে। এবং দূর থেকে তার নেওয়া শট খুঁজে পায় ভারতের জাল। এর সাথে সাথে স্টেডিয়ামের পুরো মাঠে দর্শকেরা আনন্দে ভেসে যায়। এর আগে বাংলাদেশ নেপালের সঙ্গে গোলশূন্য ড্রকরে রাউন্ড রবিন লিগের  প্রথম ম্যাচে। এরআগে ভারতকে ১-০, ভূটানকে ৬-০,  এবং শ্রীলঙ্কাকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে বাংলাদেশ নারী চ্যাম্পিয়ন । 

এর আগেও ২০১৭ সালের ডিসেম্বরে অনূর্ধ্ব -১৫ সাফ চ্যাম্পিয়নশীপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল গোলাম রব্বানী ছোটনের দল। তবে এই প্রথম একই টুর্ণামেন্টে টানা দুইবার  চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি বাংলার মেয়েদের। 

এর আগে সিনিয়র পর্যায়ে কখনোই ভারতকে হারাতে পারেননি বাংলাদেশের মেয়েরা। ভারতের শিলিগুড়িতে -২০১৬ সালে অনুষ্ঠিত সাফের গ্রুপ পর্বে গোলশূন্য ড্রটাই ছিল প্রতিবেশী দেশটির বিপক্ষে বাংলাদেশের সেরা সাফল্য।।।। 















Post a Comment

0 Comments