অভিযান-১০ লঞ্চটিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

 

senews706


ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া অভিযান-১০ লঞ্চটিতে ঝালকাঠি নদীতে রাত তিনটার দিকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। কিছু যাত্রীরা নদীতে লাফিয়ে পড়ে নদীর পাড়ে উঠেছে। প্রায় অর্ধশতাধিক মানুষ অগ্নিদগ্ধ হয়েছে, এবং বহু হতাহতের আশঙ্কা রয়েছে।

এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ৩০ জন  আগুনে পুড়ে মারা গেছে।

 ধারণা করা হচ্ছে  লঞ্চের ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এবং পুরো লঞ্চে খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। বেশিরভাগ যাত্রীরাই ঘুমিয়ে ছিল।

আগুন নিয়ন্ত্রণে এবং উদ্ধার অভিযানে  ফায়ার সার্ভিস কাজ করছে ।

senews706


আগুন থেকে  বেঁচে ফেরা একজন লঞ্চযাত্রী জানায় আগুন লাগার পর  প্রথমে লঞ্চটি পারে ভিড়ে এবং পরবর্তীতে  লঞ্চটিকেট  আবার মাঝে নদীতে   নিয়ে যাওয়া হয়।

এই ঘটনাটি পরিকল্পিত বলে মনে করেন ঐ যাত্রী।

ওই যাত্রীর ভাষ্যমতে, লঞ্চ  পারে ভিড়ানোর পর প্রথম অবস্থায় কিছু সংখ্যক যাত্রীগণ নামতে পেরেছিলে। 

Post a Comment

0 Comments