top news
তীব্র নিষেধাজ্ঞা থাকা সত্বেও কড়া নজরদারির মধ্যে ফাঁস হলো এসময়ের বলিউড জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও বলিউড অভিনেতা ভিকি কৌশলের বিয়ের ছবি।
বৃহস্পতিবার ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে সম্পন্ন হয় । রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস ফোর্ট হোটেলের দিকে তাক করা হাজারো ক্যামেরা।
১৪শতকে নির্মিত দূর্গটি হাইপ্রোফাইল এই বিয়ে উপলক্ষে সেজে উঠেছে । এই মুহূর্তে এটিই ভারতের সবচেয়ে কড়া নিরাপত্তা প্রহরায় থাকা প্রাসাদ। ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে ১০০ কোটি রুপিতে বিক্রি করবেন তারা। কিনবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম। অন্যদিকে বিয়ের ছবিগুলো প্রকাশ করবে ভোগ ইন্ডিয়া। এই ফ্যাশন ম্যাগাজিনের গুরুত্বপূর্ণ পদে থাকা শ্রফ আদাজানিয়া আবার ক্যাটরিনা কাইফের বান্ধবী। তার সঙ্গে দুই দফায় মিটিং ও করেছেন ভিকি-ক্যাট। বলিউড পাড়ায় এখন যেন বিয়ে গুলো তীব্র কড়া পাহারায় ও নজরদারিতে থাকে। এবং তাদের বিয়ে - ছবি গুলো বেশ ডিমান্ডে করে।
শুধু ক্যাটরিনা আর ভিকি না এর আগে রণবীর - দীপিকা ও প্রিয়াঙ্কা - নিক এর বিয়ের ছবি ও এভাবে বড় অংকের অর্থের বিনিময়ে কিনে প্রকাশ করে গণমাধ্যম। তাই এ কারণে বিয়েতে আমন্ত্রিত হওয়া অতিথিরা কেউ ছবি কোনো ছবি তুলতে পারবেন না।এই শর্তে চুক্তিপত্রের স্বাক্ষর করে মুঠোফোন জমা দিয়ে তবেই বিয়েতে যেতে পারবেন তারা। বিয়ের চার দিনের সব আয়োজন শেষ না হওয়া পর্যন্ত কেউ রিসোর্টের বাইরের দুনিয়ার সঙ্গে কোনো যোগাযোগ ও রাখতে পারবেন না।
একাধিক দাওয়াত পাওয়া অতিথিরা জানিয়েছেন এই ধরনের নিষেধাজ্ঞায় তারা মানসিক ভাবে চাপ অনিভব করেছেন। আবার কেউ কেউ বিরক্ত প্রকাশ করেছেন তবুও বিয়ের আমন্ত্রণ বলে কথা তাই হাসি মুখেই বিয়েতে যাবেন তারা।।।
0 Comments