Header Ads Widget

Responsive Advertisement

এবার তীব্র বিতর্ক চলছে বলিউড অভিনেত্রী সানি লিওনের সম্প্রতি ভাইরাল হওয়া আইটেম গান মধুবন মে রাধা নাচে।

 


মধুবন মে রাধা নাচে


এবার তীব্র বিতর্ক চলছে বলিউড অভিনেত্রী সানি লিওনের
 সম্প্রতি ভাইরাল হওয়া আইটেম গান " মধুবন মে রাধা নাচে"। 


দিন দিন যেন সানি লিওনের অশ্লীলতা বেড়েই চলেছে এবং সানি লিওনের অশ্লীলতার বিরুদ্ধে অভিযোগ ও উঠেছে। সানি লিওন বর্তমানে বলিউডের আলোচিত একজন অভিনেত্রী।   যে কোনো সিনেমায় অভিনেত্রী সানি লিওন আইটেম গানে কোমর দুলিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তবে এবার বিতর্কে জড়ালেন একটি পার্টিতে নেচে এই অভিনেত্রী। 

চলতি বছরের গেলো ২২ ডিসেম্বর বুধবার ইউটিউবে মুক্তি পেয়েছে সানি লিওনের " মধুবন মে রাধিকা নাচে" এমন শিরোনাম এর একটি গান। গানটি ঘিরে তীব্র নিন্দার ঝর বইছে গোটা ভারতীয় হিন্দুধর্ম প্রান মানুষের। 

ইতিমধ্যে গানটি বয়কটের ডাক উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এবং নেটিজেনদের অভিযোগ, গানটিতে সানি লিওনের অশ্লীল নাচ ও গানের কথার মধ্যেও অশ্লীল ভাষা একেবারেই মেনে নেওয়া  অসম্ভব। হিন্দু ধর্মের রাধা -কৃষ্ণের প্রেমকে এই নাচের মধ্যে দিয়ে অসম্মান করেছেন সানি লিওন। বিতর্ক যেন শেষ হওয়ার নামই করছেনা সানি লিওনের প্রকাশিত গানটি ঘিরে। 

মধ্যপ্রদেশেও বৃন্দাবনে গান নিয়ে প্রতিবাদের পর এবার এই গানের বিতর্কের আগুন জ্বলে উঠেছে।          ভারতীয় গণমাধ্যম মিড -ডে এক প্রতিবেদনে জানায়, অভিনেত্রী সানি লিওনের মধুবন গানের কথা ও অশ্লীল  নাচের দৃশ্যের অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করে ডানপন্থি অন্তঃরাষ্ট্রীয় হিন্দু সম্প্রদায়ের পরিষদ এবং রাষ্ট্রীয় বজরং দলের সদস্যরা। জানা যায়, " কহিনুর " নামের ১৯৬০ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমার  " মধুবন মে রাধা নাচে " জনপ্রিয় গানটির রিমেক ভিডিওতে এবার বলিউড এর অভিনেত্রী সানি লিওনকে দেখা গেছে - লাল- কালো -সাদা খোলামেলা পোশাকে এবং বৃন্দাবনে তাকে তিনি রাধার বেশেও সেজেছে। 

 মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র এই গানকে টার্গেট করে গানের অভিনেত্রী সানি লিওন ও গানের নির্মাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন।       নির্মাতাদের যত তারাতাড়ি সম্ভব " মধুবন মে রাধিকা নাচে " এই গানটি সোশ্যাল মিডিয়া  প্ল্যাটফর্ম থেকে সড়িয়ে দেওয়ার নির্দেশ মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানা যায়, অভিনেত্রী সানি লিওনকে এই গানের জন্য ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছেন নরোত্তম মিশ্র। এবং এই গানটি আগামী ৩ দিনের মধ্যে ইউটিউব থেকে সরানো না হলে অভিনেত্রী সানি লিওন ও গানের সুরকার সাকিব তোশির বিরুদ্ধে ব্যবস্থা নেবে রাজ্য সরকার। নরোত্তম মিশ্র আরও বলেছেন যে, তার দ্বারা অভিনেত্রী সানি লিওনের বিরুদ্ধে একটি এফআইআরও দায়ের করা হবে বলে জানিয়েছেন তিনি নিজেই।       

 নরোত্তম মিশ্রের মতে, তিনি মনে করেন যে কিছু লোক ক্রমাগত হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য এমন গান তৈরি করেছে। গোটা ভারতে রাধা কৃষ্ণের অনেক মন্দির আছে, এবং সেখানে আমরা তাঁর পূজা করি।  সুরকার সাকিব তোশির তার নিজের ধর্ম সম্পর্কিত গান করতে পারে,  কিন্তু আমরা কিন্তু আমরা এমন গানের সমালোচনা করি।  নরোত্তম মিশ্র বলেন আগে আমি এ বিষয়ে আইনি পরামর্শ নেব এবং তার পরে সানি লিওন ও গানের সুরকার সাকিব তোশির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায় হবে। আর যদি তারা এই ভিডিওটি তিন দিনের মধ্যে সরানো না দেয়  তবেই ব্যবস্থা গ্রহন করা হবে।  

সানি লিওনের অভীনিত সম্প্রতি ভাইরাল হওয়া আইটেম গান " মধুবন মে রাধিকা নাচে " সারেগামা মিউজিক প্রকাশ করেছে। এবং এই গানটি গেয়েছেন কণিকা কাপুর ও অরিন্দম চক্রবর্তী। মূলত কৃষ্ণ ও রাধার প্রেমের উপর ভিত্তি করে তৈরি করেছে এই গানটি।  তাই হিন্দুধর্ম প্রানিত কিছু লোক এই গানটিকে আইটেম নম্বর হিসেবে ব্যবহার করতে তীব্র আপওি ও জানিয়েছেন। এবং তাদের  মন্তব্যে এ গানে সানি লিওনের অশ্লীল সাহসী নাচের কারণে হিন্দু ধর্মের অনুভুতিও আঘাত লেগেছে। এই গানের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছেন মধুরা ও বৃন্দাবনের পুরোহিতরা। এবং তারা বলেছেন যে বৃন্দাবনের নবল গিরি মহারাজ এই গানের প্রতিক্রিয়া সমন্ধে সে সরকার যদি অভিনেত্রী সানি লিওন ও গানের সুরকার সাকিব তোশির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় তার জন্য  আদালতে  যাবেন তারা । 


Post a Comment

0 Comments