ফিরে দেখা ২০২১

 

ক্রিকেটার নাসির হোসেন

 ২০২১সালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ঘটনা নিচে উল্লেখ করা হলো। 

সময় কারোর জন্য অপেক্ষা করে না, তেমনি দেখতে দেখতে আরও একটি বছর চলে গেল ২০২১। বিদায় নিলো অনেক স্মৃতি ঘেরা আনন্দের এবং কষ্টের ভাগিদার ২০২১ সাল। চিরন্তন সত্য এটাই যে সময় কখনোই কারোরই জন্য অপেক্ষা করে বসে থাকবে  না। 

২০২১ সাল বছরের বড় এক অংশ জুড়ে লকডাউন থাকলেও আটকে রাখা যায়নি দিন - মাস- ও সময় কে। ২০২১ সাল যেন চোখের পলকে কেটে গেছে।  এবছর কারো জন্য হয়তো ছিল আশির্বাদ।

২০২১ সালের বছর জুড়ে  উওপ্ত ছিল পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়া। বছরটি জুড়ে  ভাইরাল হয়েছিল নানান রকমের ঘটনা। ২০২১সালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ঘটনা নিচে উল্লেখ করা হলো। 

২০২১ সাল শুরুর দিকে বাংলাদেশের সামাজিক যোগাযোগ এর মাধ্যমে শ্রীলংকার এক সদ্য বিয়ে হওয়া দম্পতির ছবির ফটোশুট ভাইরাল হয়েছিল। এবং নতুন দম্পতিদের দেখতে খুবই অল্প বয়সের মতো দেখা গেছে। বিয়ের ছবিটি নিয়ে তৈরী হয়েছিল নানান ধরনের আলোচনা । তবে এ বিয়ের ব্যাপারে গণমাধ্যম থেকে জানা যায়, ২০২০ সালের শেষের দিকে হওয়া একটি বিয়ের ছবির ফটোশুট। এই নতুন দম্পতিদের খুবই কমবয়সী দেখতে গেলেও আসলে তারা দুইজনই ছিল প্রাপ্ত বয়স্ক। তবে সামাজিক যোগাযোগ এর মাধ্যমে এখনো ছড়িয়ে থাকতে দেখা যায় তাদের বিয়ের জনপ্রিয় ছবিগুলো। 

২০২১সালের করোনা ভাইরাসের সংক্রমণের কারণে লকডাউন চলাকালীন সময়ে একটি যুম ভিডিও মিটিংয়ের ভাইরাল হয় পুরো নেট দুনিয়ায়।  ঐ ভিডিও চলাকালীন সময়ে দেখা যায় ভারতীয় এক ব্যাক্তি যুম ভিডিওতে কল মিটিং করছিলেন এমন সময়ে  তার স্ত্রী হুট করে এসে তার গালে চুমু দিয়ে বসে কোনো খেয়াল না করে।  মিটিং চলাকালীন এ দৃশ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হওয়ায় জন্মনেয় বেপক আলোচনা ও হাস্যরস কৈাতুকের। তবে অনেকেই এই রোমান্টিক মুহূর্তের জন্য প্রসংশায় ভাসছিল ঐ ব্যাক্তিটির স্ত্রী। 

২০২১ সালে এক সাক্ষাৎকারের ভিডিওর মাধ্যমে হুট করেই  সোশ্যাল মিডিয়ার মাধ্যমে  ভাইরাল হয় রংপুরের শ্যামল রায়।  রংপুরের শ্যামল রায় এক পরিচিত মুখে পরিণত হয়েছে সামাজিক যোগাযোগ এর মাধ্যমে। শ্যামল রায়কে একটি সাক্ষাৎকারে দেখা যায় তিনি বলছেন, তিনি নাকি ইংরেজি ছাড়া কথা বলতে পারে না।বিশেষ করে তিনি কথায় কথায় অদ্ভুত ইংলিশ বলছেন। তার বলা " হেব এ রিল্যাক্স,,,  সী ইউ নট ফর মাইন্ড "  এই কথা দুটি পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। শ্যামল রায় হওয়ার পরবর্তীতে ইউটিউবে এবং ফেসবুকে অসংখ্য ভিডিও বানানো হয়েছে। ২০২১ সালের ২০ আগস্ট বিয়ে করেন শ্যামল রায়। সোশ্যাল মিডিয়ায় তার বিয়ের অনেক গুলো ছবিও ব্যাপকভাবে ভাইরাল হয়। 

২০২১ সালের পুরো বছর জুড়ে বাংলাদেশে তীব্র আলোচনায় ছিলেন ঢাকাই সিনেমার এসময়ের আলোচিত জনপ্রিয় অভিনেত্রী পরিমনি। আগস্ট  মাসের শুরুর দিকে পরিমনি হঠাৎ  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে বলেন তার বাসায় নাকি কারা যেন আক্রমণ করেছে। পরিমনিকে লাইভে এসে বলতে দেখা যায় তিনি বলছেন  লোক গুলোকে ডাকাত এর মতো এসেছে এবং তাদের কারো শরিরে কোনো পোশাক নেই একেক জনের চেহারা ও একেক রকম। পরে মুহূর্তেই ব্যাপক আলোচনায় চলে আসে এই ইশু।

 এঘটনার মূল কারণ পরে জানা যায়, আইন শৃংখলার  বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন  পরিমনি। এরপর জেলখাটার পর  সেপ্টেম্বর মাসে পরিমনি কাড়াগার থেকে মুক্তি পায়।  মুক্তি পাওয়ার পর কারাগার থেকে বের হয়ে তার হাতে "ডোনট লাভ মি বিচ " লেখাটি মুহূর্তেই আবারো ভাইরাল হয় পরিমনি।এরপর পরিমনি নিজের জন্মদিনে জাঁকজমক আয়োজন করে পুরো অনুষ্ঠান। এবার পরিমনি তার জন্মদিনে বিমান বালার পোশাক পরেছেন।এবং তিনি নিজের জন্মদিনের পুরো অনুষ্ঠানে মাতিয়ে রেখেছেন অতিথি আসা সবাইকে।

বাংলাদেশের বহুল আলোচিত মোটিভেশনাল স্পিকার সোলাইমান শোখন ২০২১ সালে ছিলেন ধারুন ভাইরাল। ২০২১ সালের মাঝা-মাঝির দিকে তার একটি বক্তব্য পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।  বক্তব্য দেওয়া ভিডিওতে দেখা গেছে  সোলাইমান শোখন বন্ধু - বান্ধব ও আত্মীয়-স্বজন সহ সব পরিচিতদের বিভিন্ন ধরনের আচরণ নিয়ে বলেছেন যে, " সবকিছু পই পই করে হিসাব রাখতে হবে "। তার এই পই পই  থেওরি নিয়ে এখনো মানুষকে বেশ হাস্যরশ করতে দেখা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। 

২০২১ সাল বছরের প্রথম থেকে বেশ আলোচিত ছিল বাংলাদেশ ক্রিকেটার নাসির হোসেন এর বিয়ে নিয়ে। নাসির হোসেন এর বিয়ের খবরটি সামাজিক যোগাযোগ এর মাধ্যমে প্রকাশ পাওয়ার পর জানা যায়,  ক্রিকেটার নাসির হোসেন এর স্ত্রী  তামিমা তাম্মি অন্য আরেক জনের বিবাহিতা স্ত্রী। এবং তামিমা তাম্মি তার প্রথম স্বামীর কাছ থেকে বিবাহ বিচ্ছেদ না নিয়েই বিয়ে করেছেন নাসির হোসেনকে।৷  জানা যায়, তামিমার প্রথম সংসারে একটি মেয়েও রয়েছে।  পরবর্তীতে নাসির হোসেন এবং তামিমা তাম্মি সংবাদ সম্মেলন  দাবি  করে  তাদের বিপক্ষে এবং এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যে। এসময়ে এক সাক্ষাৎকারে  ক্রিকেটার নাসির হোসেন খেলোয়াড়ী জীবন নিয়ে তামিমার মন্তব্য ছিল " আমি চাই ও খেলোক যেখানেই খেলোক ভালোভাবেই খেলোক ".।তামিমার বলা কথাটিও ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়র মাধ্যমে। নাসির ও তামিমার জুটি এখন পর্যন্ত  আলোচনার শীর্ষে আছে।

 সম্প্রতি জানা যায় ২০২১ সালের ফেব্রুয়ারীতে করা নাসির ও তামিমার বিয়ে ছিল অবৈধ। এবং এর মধ্যে নতুন খবর বেরিয়েছে নাসিরের স্ত্রী তামিমা মা হতে চলছে। তামিমার এই সন্তানের বৈধতা কার এবিষয়ে আলোচনা  চলছে সামাজিক যোগাযোগ এর মাধ্যমে। 

২০২১ সালের সবচেয়ে চাঞ্চল্যকর আলোচনার মধ্যে ছিল চাঁদে জমি কেনা। গেলো বছরের মাঝা - মাঝির দিকে চাঁদের মধ্যে জমি কিনে স্ত্রীকে ভালবেসে উপহার দেন খুলনার সাংবাদিক এম ডি অসীম।  এই খবরটি ও হয় ব্যাপক ভাবে আলোচিত। এ পর্যন্ত চাঁদে জমি কেনার হিড়িক পড়ে যায়। একের পর এক খবর আসতে দেখা যায় চাঁদে জমি কেনার খবর। 

শ্রীলংকার কণ্ঠশিল্পী  ইউ হানি সারা বিশ্বে জনপ্রিয় ভাবে ভাইরাল হয়েছে " মানিকে মাগে হিতে " গান গেয়ে। শ্রীলংকার ভাষায় গানটির অর্থ সহজে বুঝা না গেলেও সারা বিশ্বে কোটি কোটি দর্শকের মুখে মুখে ছিল গানটি।সারা বিশ্বে ব্যাপক পরিচিত অর্জন করেন ইউ হানি। ভাইরাল হওয়া ইউ হানি গান গাওয়ার পর  বলিউডের রিয়েলিটি শোতে ডাক পরে ছিল তার।  বিশ্বজুড়ে বের হয়েছিল গানটির সংস্করণ। বাংলাদেশে "মানিকে মাগে হিতে "  গান গেয়ে নতুন করে আলোচিত হয়েছে পুরো বছর আলোচিত থাকা হিরো আলম।

 ২০২১ সালে পুরোটা ছিল তার গাওয়া বিভিন্ন গান ছিল ভাইরাল। আরবি, উগান্ডা, চায়নাসহ বিভিন্ন দেশের ভাষায় গান গেয়ে নেট দুনিয়া গরম রেখেছিল তিনি।  ইতিমধ্যে তিনি ঘোষণা দিয়ে রেখেছেন ২০২২ সালের জানুয়ারীতে না কি মুক্তি পাবে ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে তার গান। ২০২১ সালে বাংলাদেশে সবচেয়ে ক্রিড়া জগতে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে সাকিব আল হাসান এর স্টাম্প ওপরে ফেলার ঘটনা। ঘরোয়া ক্রিকেট ম্যাচ চলাকালীন সময়ে আম্পায়ার  এর সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে স্ট্যাম্প ওপরে ফেলার কান্ড করেছেন তিনি। 

এছাড়াও লিটন দাস, শান্ত, সৌম্য ও মিঠুনের পারফর্ম  নিয়ে নেট দুনিয়ায় হাস্যরস ছিল সারা বছর জুড়ে। আন্তজার্তিক ম্যাচে লিটন দাস এর রানের উপর ডিসকাউন্টের অফার দিয়েছিল বেশ কয়েকটি ইকমার্স প্রতিষ্ঠান। 

২০২১ সাল বছরের সবচেয়ে আলোচিত ব্যাক্তিদের মধ্যে একজন ভারতের বিরভুমের ভুবন বাধ্যকর। তার গাওয়া কাচা বাদাম গানটি শুনেননি এমন মানুষ কমই পাওয়া যাবে। ভাইরাল হওয়া বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর এখন আছেন সেলিব্রেটিতে। নিয়মিত তার সাক্ষাৎকার নিচ্ছেন জনপ্রিয় ইউটিউবেরা। হঠাৎ জনপ্রিয়তা পেয়ে রাতারাতি নতুন নতুন গান রচনা করছেন তিনি। 

২০২১ সালের বিশ্বসেরা মহাকাশ গবেষণাক নাসার "স্পেস অ্যাপস চ্যালেঞ্জ " প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বিশ্বের চার হাজারেরও বেশি দল হারিয়ে এই গৌরব অর্জন করে বাংলাদেশের টিম মহাকাশ। আবিষ্কার করা  " টুল এআরএসএস রিগুইলি সেম্পেল সিস্টেম " মহাকাশের অভিযানের সময় উরতে থাকা ধূলো-কণা নিয়ন্ত্রণের  কাজ করবে। এই এপের মাধ্যমে টিম মহাকাশ নাসার " বেস্ট মিশন কনসেপ্ট " শ্রেনীতে অর্জন করে প্রথম পুরস্কার । এই দলটি আনন্দিত করেছে পুরো বাংলাদেশের মানুষকে। 

২০২১ সালের ডিসেম্বর মাসে মহিলা সাফ অনূর্ধ্ব ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ফুটবল ফাইনাল ম্যাচে সাফ অনূর্ধ্ব ১৯ মহিলা টিম ১-০গোলে ভারতকে হারিয়ে এ গৌরব অর্জন করে বাংলাদেশ।৷ এ যেন বিজয়ের মাসে আরো একটি বিজয় অর্জনে আনন্দিত করেছে দেশবাসীকে কে।।।।।  










































































 


 














 





















 









  





































 

































































 






















































Post a Comment

0 Comments